muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

আগামী ৪৮ ঘণ্টা বা দু’দিনের মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৬ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে।

ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।

Tags: