যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৫ নভেম্বর) ওই হামলার ঘটনা ঘটে। এদিকে ওই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন হামলার শিকার শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা।
আহতরা হলেন- রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিশাম আওয়ারতানি, পেনসিলভেইনিয়ার হ্যাভারফোর্ড কলেজের শিক্ষার্থী কিনান আব্দুল হামিদ এবং কনেটিকাটের ট্রিনিটি কলেজের তাহসিন আহমেদ। তারা তিনজনই ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা ফেন্ড্রস স্কুলের গ্রাজুয়েট বলে তাদের পরিবারগুলো জানিয়েছে।
ছুটিতে তাহসিনের সঙ্গে তাদের বার্লিংটনের বাড়িতে বেড়াতে এসেছিলেন হামিদ ও হিশাম। তারা সবাই হাসপাতালে চিকিৎসারত আছেন বলে গতকাল রোববার (২৬ নভেম্বর) পুলিশ জানিয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অপর একজনের আঘাত অনেক বেশি গুরুতর বলে জানিয়েছে তারা।
এক বিবৃতিতে বার্লিংটন পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুইজন যুক্তরাষ্ট্রের নাগরিক, তৃতীয়জন দেশটির বৈধ বাসিন্দা। তাদের সবার বয়স ২০ বছর। হামলার সময় তাদের মধ্যে দুইজন কেফিয়াহ পরাছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি জাতিগত ঘৃণাজনিত অপরাধ বলে তদন্তকারীদের সন্দেহ। গতকাল পুলিশ ও যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দারা সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে। তাদের অভিযান অব্যাহত আছে।
রয়টার্স জানিয়েছে, ওই শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আরবীতে কথা বলতে বলতে যাচ্ছিলেন, তখনই হামলার ঘটনাটি ঘটে। হামলাকারী চিৎকার করে তাদের গালাগাল করে এবং হেনস্তা করার এক পর্যায়ে গুলি করে।
অপরদিকে পুলিশ জানিয়েছে, হামলাকারী কোনো কথা না বলেই তাদের লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে প্রাণঘাতী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ইসলামবিরোধী ও সেমেটিকবিরোধী হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তারমধ্যেই গুলিবর্ষণের এ ঘটনাটি ঘটল।