বিশ্ব ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়াদের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের সামনে। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে আগামীকাল সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে আলবিসেলেস্তে জুনিয়ররা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ইন্দোনেশিয়ার সুরকাতায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটিতে জিততে পারলেই প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত হবে তাদের।
এর আগে ইন্দোনেশিয়ার মাটিতে বসা এই বিশ্বকাপে পরাজয় দিয়েই মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। তবে এরপর টানা দুই ম্যাচে জয় শেষ ষোলো নিশ্চিত হয় আলবিসেলেস্তে জুনিয়রদের। সেখানেও জয় নিশ্চিত করে তারা পা রাখে কোয়ার্টার ফাইনালে।
কোয়ার্টার মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। হাইভোল্টেজ ম্যাচটিতে সেলেসাওদের রীতিমতো উড়িয়ে দিয়েছে মেসির উত্তরসূরীরা। ব্রাজিলের যুবাদের ৩-০ গোলে হারিয়ে সেমিতে পা রাখে তারা। সেখানে ক্লাদিও এচেভেরির একাই করেছিলেন ৩ গোল।
এই ম্যাচটি সরাসরি দেখাবে ফিফা প্লাস।