muktijoddhar kantho logo l o a d i n g

শিক্ষা

এবার পহেলা জানুয়ারি হচ্ছে না ‘বই উৎসব’

এবার পহেলা জানুয়ারি হচ্ছে না ‘বই উৎসব’

প্রতিবছর পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে ‘বই উৎসব’ উদ্‌যাপন করে সরকার। বই ছাপিয়ে প্রস্তুতি নিলেও এবারের ‘বই উৎসব’ জাতীয় নির্বাচনের পর হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘বই ছাপিয়ে প্রস্তুতি নেয়া হলেও জাতীয় নির্বাচনের কারণে এবার বছরের প্রথম দিন ‘বই উৎসব’ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবার বই উৎসবটা ঠিক ১ জানুয়ারি নাকি নির্বাচনের পর ১০-১১ তারিখে হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা একটা সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারি জাতীয় নির্বাচন। তাই বই উৎসব নিয়ে ভাবতে হচ্ছে। নির্বাচনের পর সময়টা কেমন থাকবে, সেটাও বিবেচনায় নিতে হবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে শিগগিরই সেটা জানাতে পারব।’

উল্লেখ্য, ২০১০ সাল সরকার বছরের প্রথম দিন থেকে বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিয়ে বই উৎসব করছে।

Tags: