মুক্তিযোদ্ধারকণ্ঠ ডেস্কঃ রোববার থেকে নতুন দর কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সোনার দাম বাড়ানো হয়েছে।
তিনি বলেন, “বিশ্ববাজারে প্রতিদিনই সোনার দর বাড়ছে। সেই দামের সঙ্গে সমন্বয় করতেই আমাদের দাম বাড়াতে হচ্ছে।”
এভাবে দরবৃদ্ধি অব্যাহত থাকলে বাজারে সোনার দাম আরও বাড়াতে হবে বলে জানান তিনি।
গত এক বছর ধরে দরের উঠা-নামার মধ্যে সর্বশেষ গত ১৮ জুন প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ৪৮ হাজার ৩৪৭ টাকায় বিক্রি হবে।শনিবার পর্যন্ত এই মানের প্রতি ভরি সোনা ৪৭ হাজার ১২২ টাকায় বিক্রি হবে।
এর আগে ৩১ মে আন্তর্জাতিক বাজারে দাম কমায় ভালো মানের সোনার দর ভরিতে দেড় হাজার টাকা কমিয়েছিল ব্যবসায়ীরা।
সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “টাকার হিসাবে গত ১৫ দিনে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি সোনার দাম ৩ হাজার টাকার বেশি বেড়েছে। আর আমরা দুই দফায় বাড়িয়েছি আড়াই হাজার টাকার কম।
“আন্তর্জাতিক বাজারে দাম বাড়বে আমাদের বাজারেও বাড়াতে হবে। লোকসান দিয়ে তো সোনা বিক্রি করা সম্ভব নয়।”
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ১৮৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৯ হাজার ৫৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৭ হাজার ৫২৭ টাকা।
শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ২৩ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৩৮ হাজার ৬০৮ টাকায়।আর সনাতন পদ্ধতির সোনার বিক্রি হচ্ছে ২৬ হাজার ৮২৮ টাকায়।
দাম বৃদ্ধির কারণে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ২২৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৭০০ টাকা বৃদ্ধি পাচ্ছে।
প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তার কোনো মানদণ্ড নেই।
এদিকে রূপার দর বেড়েছে ভরিতে ৫৮ টাকা
এ হিসেব রুপার ভরি ১ হাজার ১৬৭ টাকা থেকে বৃদ্ধি পেয়ে রোববার থেকে এক হাজার ২২৫ টাকায় বিক্রি হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৫ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান