কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করছেন তাদেরই ভাই প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর (অব.) শাফায়াতুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সৈয়দ শাফায়াতুল ইসলামের বড় ছেলে সৈয়দ নাফিস নজরুল রাইয়ান বাবার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।
যদিও সৈয়দ নাফিস নজরুল রাইয়ানও একই আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন, তবে তিনি বাবারটা দাখিল করেছেন।
এ ছাড়া একই আসন থেকে সংসদ সদস্য লিপির চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি তার নিজের মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ থেকে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র), সৈয়দ নাফিস নজরুল রাইয়ান (স্বতন্ত্র), অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন (গণতন্ত্রী পার্টি), ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি (আওয়ামী লীগ), ডা. মো. মো. আব্দুল হাই (জাতীয় পার্টি), অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (স্বতন্ত্র), আনোয়ারুল কিবরিয়া (স্বতন্ত্র), মোবারক হোসেন (স্বতন্ত্র), শরীফ আহমদ সাদী (স্বতন্ত্র) ও মো. নাসির উদ্দিন (জাকের পার্টি)।