muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

হাথুরুর বিরুদ্ধে ‘শারীরিক হেনস্থার’ অভিযোগ, তদন্তে কোয়াব

হাথুরুর বিরুদ্ধে ‘শারীরিক হেনস্থার’ অভিযোগ, তদন্তে কোয়াব

বড় রকমের প্রত্যাশা নিয়ে ভারত বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে অন্তত সেমিফাইনাল যাওয়ার লক্ষ্যই ছিল টাইগারদের। তবে ৯ ম্যাচে টাইগাররা যেন ছিল নখদন্তহীন। মাত্র ২ জয় দিয়ে শেষ করেছে বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের এমন ভরাডুবিতে স্বাভাবিকভাবেই অসন্তোষ চলছে ক্রিকেট বোর্ডে। ব্যর্থতায় ভরা বিশ্বকাপের পর এবার আলোচনায় নতুন ইস্যু। টুর্নামেন্ট চলাকালীন সময়ে বাংলাদেশের এক ক্রিকেটারকে ‘শারিরীক হেনস্থার’ অভিযোগ উঠেছে খোদ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে।

এ নিয়ে দিন দুয়েক আগে এক সংবাদমাধ্যমে খবর প্রচার হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিসিবি বা ক্রিকেটারদের কেউ মুখ খোলেনি। তবে বিষয়টি খতিয়ে দেখতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কোয়াবের সাধারণ সম্পাদক দেব্রবত পাল আজ (শুক্রবার) বলেন, 'ইতোমধ্যে আমরা সংশ্লিস্ট খেলোয়াড়দের সঙ্গে কথা বলছি। কথা বলে বলে আমরা আমাদের মতো করে অনুসন্ধান করছি। তবে এখন পর্যন্ত আমরা ওই খেলোয়াড়ের (হেনস্থার শিকার) কাছ থেকে কোনো অভিযোগপত্র পাইনি। অভিযোগ না পেলেও যদি ঘটনার সত্যতা থাকে তাহলে কঠোরভাবেই আমরা বিসিবির কাছে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করব।'

গেল বুধবার বিসিবি থেকে তিন বোর্ড পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপ ব্যর্থতা খুঁজতে। তাদের সঙ্গে হাথুরুর এই কর্মকাণ্ড নিয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে দেবব্রত বলেন, 'তদন্ত কমিটিতে থাকা কারোর সঙ্গে এখনো এ বিষয়ে কথা হয়নি। এছাড়া অনেক ক্রিকেটারের সাথে কথা হয়েছে তবে কারোর ব্যক্তি নাম বলব না।'

Tags: