muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

তহুরার ঝলকে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

তহুরার ঝলকে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

বাংলাদেশের চেয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে আছে সিঙ্গাপুর। এবার সেই সিঙ্গাপুরকে কোনো পাত্তাই দিল না বাংলাদেশের মেয়েরা। লাল-সবুজের প্রতিনিধিদের কাছে ৩-০ গোলে হেরেছে দলটি।

শুক্রবার (১ ডিসেম্বর) কমলাপুরের সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেল বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেন তহুরা খাতুন, অন্য গোলটি করেছেন আফিদা খাতুন।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে গোল করেন আফিদা খাতুন। কর্ণার থেকে আসা বলে হেড নেন আফিদা। বল বারপোস্টে বাধা পেলেও পড়ে গোললাইনের ভিতরে। লিড পেয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১৫ মিনিটে তহুরা খাতুনের গোলে ২-০ গোলের লিড পেয়ে যায় বাংলাদেশ। এই গোলে অবশ্য কৃতিত্ব বেশি মারিয়া মান্ডার। ডি-বক্সের বাইরে দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে বল পাস করেন তহুরা। ফাঁকা বল পেয়ে নিশানা ভেদ করতে ভুল করেননি তহুরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ৫৯ মিনিটে ব্যবধানটা ৩-০ করেন তহুরা খাতুন। মাঝমাঠ থেকে দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন মাসুরা পারভিন। এই ডিফেন্ডারের বাড়ানো লং পাস দারুণ দক্ষতায় রিসিভ করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালের লক্ষ্যে পাঠান তহুরা খাতুন। ম্যাচের বাকিটা সময় আর গোলের দেখা পায়নি কেউই। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এই জয়ে ২০১৭ সালে সিঙ্গাপুরের বিপক্ষে হারের প্রতিশোধ নেয়া হয়ে গেল বাংলাদেশের।

Tags: