বিনোদন ডেস্কঃ
একজন তারকার গুণবন্দনা ছাড়াও ফ্যান ক্লাব পারে দেশ কিংবা বিশ্বের আর্থ-সামাজিক উন্নয়নে অংশ নিতে। এ কথার প্রমাণ দিতে গঠিত হলো ‘জেমস ফ্যান ক্লাব’। কিংবদন্তি রক তারকা জেমসের সংগীত জীবনের নানা কার্যক্রমের খবরা-খবর প্রকাশের পাশাপাশি উন্নয়য়নমূলক কাজের লক্ষ্যে কাল (সোমবার) থেকে যাত্রা শুরু করছে ক্লাবটি।

Tags: