muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

গঠিত হলো ‘জেমস ফ্যান ক্লাব’

বিনোদন ডেস্কঃ
একজন তারকার গুণবন্দনা ছাড়াও ফ্যান ক্লাব পারে দেশ কিংবা বিশ্বের আর্থ-সামাজিক উন্নয়নে অংশ নিতে। এ কথার প্রমাণ দিতে গঠিত হলো ‘জেমস ফ্যান ক্লাব’। কিংবদন্তি রক তারকা জেমসের সংগীত জীবনের নানা কার্যক্রমের খবরা-খবর প্রকাশের পাশাপাশি উন্নয়য়নমূলক কাজের লক্ষ্যে কাল (সোমবার) থেকে যাত্রা শুরু করছে ক্লাবটি।
জেমস।এ উপলক্ষে এদিন সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের একটি রেস্তোরাঁয় ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে নগর বাউল ব্যান্ডের বর্তমান সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন ব্যান্ডের প্রাক্তন সদস্য ও জেমসের দীর্ঘ সংগীত জীবনের সঙ্গী এহসান এলাহী ফান্টি, মাইলস এর মানাম আহমেদ, আর্ক এর প্রাক্তন সদস্য হাসান, দলছুট এর বাপ্পা মজুমদার, কণ্ঠশিল্পী কণা, শফিক তুহিন, জয় শাহরিয়ারসহ আরও অনেকে।
ক্লাব সদস্যরা জানান, গতানুগতিক অন্য সব সেলিব্রেটি ফ্যান ক্লাবের মতো নয় বরং জেমস ফ্যান ক্লাব আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। এরমধ্যে থাকছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের পরিবেশ রক্ষায় সবুজায়ন, শিশুদের শিক্ষা, সামাজিক উন্নয়ন, অটিজম ও সুবিধা বঞ্চিত ছিন্নমূল পথ শিশুদের সার্বিক উন্নয়ন, নারী নির্যাতন রোধ থেকে শুরু করে সামাজিক অবক্ষয় প্রতিরোধের জন্য প্রচারণামূলক কার্যত্রক্রম পরিচালনা করা হবে।
এছাড়ও দেশে ও বহির্বিশ্বে বাংলা গানের সম্মানজনক প্রচার-প্রসারে কাজ করবে ক্লাবটি। নগর বাউলের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘জেমসের দীর্ঘ দিনের পরিকল্পনা বাস্তবায়ন এবং দেশ ও মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে এই ফ্যান ক্লাবের প্রতিষ্ঠা।’
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৭-০৬-২০১৬ইং/ অর্থ

Tags: