muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

খুলে নেওয়া হলো রেলপথের নাট-বল্টু, বিলম্বে ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’

খুলে নেওয়া হলো রেলপথের নাট-বল্টু, বিলম্বে ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’

কক্সবাজার-ঢাকা রুটে বাণিজ্যিকভাবে চালুর দ্বিতীয় দিনে আধাঘণ্টা বিলম্বে ছেড়েছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। জেলার রামু উপজেলার রশিদনগরে দুর্বৃত্তরা কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনের নাট-বল্টু খুলে ফেলায় ঝুঁকির কারণে ট্রেনটি ছাড়তে দেরি হয়।

শনিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার রশিদনগরে এলাকায় রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়ার বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এর আগের দিন শুক্রবার (১ ডিসেম্বর) কক্সবাজার-ঢাকা রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।

কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন, সকালে সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রামু উপজেলার কাহাতিয়া পাড়ায় রেললাইনের নাট-বল্টু খুলে ফেলার খবর পাই। পরে বিষয়টি রেল অধিদপ্তরের সংশ্লিষ্টদেরসহ সব স্তরে অবহিত করি। এরপর রেল প্রকৌশলসহ নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তারপর রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনরায় মেরামতে কাজ শুরু করেন নির্মাণ শ্রমিকরা।

এ কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করতে দুপুর সাড়ে ১২টা বেজে যায়। ফলে রেললাইনের ত্রুটিপূর্ণ স্থান দিয়ে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন দুপুর সাড়ে ১২টায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাড়া সম্ভব হয়নি। পরে রেললাইন চলাচল উপযোগী হওয়ার পর দুপুর ১টায় কক্সবাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

Tags: