মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত করতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।
রোববার (৩ ডিসেম্বর) বিকেলে স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ দেখা গেছে।
গণপূর্ত বিভাগের তথ্য অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী ১২ দিন স্মৃতিসৌধকে ধুয়েমুছে পরিষ্কার করা হবে। এজন্য স্মৃতিসৌধে জনসাধারণ প্রবেশে এই ১২ দিন নিষেধাজ্ঞা থাকবে।