নারায়ণগঞ্জে একটি বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের গণপিটুনীতে এক চোর নিহত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ভোরে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া তাঁতিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে, একই গ্রামের জালালের ছেলে রায়হান আরও কয়েকজনকে নিয়ে প্রবাসী ফারুকের বাড়িতে চুরি করতে যান। ছাদের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে ঘরে থাকা আলমারি ভেঙ্গে মালামাল জড়ো করতে থাকেন তারা।
বিষয়টি টের পেয়ে গৃহকর্তী ঘর থেকে বের হয়ে প্রধান গেইটে তালা লাগিয়ে দিয়ে চিৎকার করে লোক জড়ো করেন। স্থানীয়রা এলে অন্য চোররা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রায়হানকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ রায়হানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।