নূরুল জান্নাত মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট (স্নাতক) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ। এরপর ২৪ ফেব্রুয়ারি বিজ্ঞান, বাণিজ্য ১ মার্চ এবং ২ মার্চ চারুকলা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। এবারও ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, আগামী বছরের জুলাই-আগস্টের দিকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।
এবারও ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আলাদা ভর্তি পরীক্ষা নেবে। এর মধ্যে বুয়েটের পরীক্ষার বিষয়ে এ মাসেই বসছে বৈঠক।
তবে এবার উচ্চশিক্ষায় আসনের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছে ইউজিসি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল জানান, আগের পদ্ধতিতেই অর্থাৎ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছে সে অনুযায়ীই পরীক্ষা নেওয়া হবে।