muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৪৩১ আপিল

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৪৩১ আপিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়নপত্র বৈধ করতে আপিলের হিড়িক পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। আপিলের চতুর্থ দিন ৯৩ জন নির্বাচন কমিশনে তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। এ নিয়ে চারদিনে মোট আপিল করেছেন ৪৩১ জন প্রার্থী।

শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল আবেদন কার্যক্রম শেষে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিন ঢাকা অঞ্চলে ১৭ জন, কুমিল্লার ১১ জন, চট্টগ্রামের ৯ জন, ফরিদপুরের ৫ জন, সিলেটের ৪ জন, ময়মনসিংহেরর ১৪ জন, বরিশালের ৪জন, খুলনা ১১ জন, রাজশাহীর ১৩ জন ও রংপুর অঞ্চলের ৫ জন প্রার্থী আপিল আবেদন করেছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫ জন আপিল আবেদন করেছেন। চার দিনে মোট ৪৩১ জন সংক্ষুব্ধ ব্যক্তি ইসিতে আবেদন করেছেন। এর মধ্যে নয়টি আবেদন পড়েছে প্রার্থিতা বাতিলের জন্য।

সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ।

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

Tags: