আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায় নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ৫ পুলিশ সুপার (এসপি), ৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ১ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই তালিকায় সিলেট ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারও রয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
চিঠিতে সিলেট ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পাশাপাশি হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের এসপিকে প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ব্রাহ্মবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) এবং মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে ইসি।