কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খানের মনোনয়ন প্রত্যাখ্যান করেছেন করিমগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধারা।
১০ ডিসেম্বর (রবিবার) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের নেতৃত্বে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেহেদী উল আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত শতাধিক মুক্তিযোদ্ধা নাসিরুলের মনোনয়নপত্র প্রত্যাহার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে নাসিরুল ইসলাম খানের মুঠোফোনে চেষ্টা করা হলে মুঠোফোনটি বন্ধ থাকায় তার মন্তব্য জানা যায়নি।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা মমিন আলীসহ আরও অনেকে।
সম্মেলনে মুক্তিযোদ্ধরা বলেন, আমরা করিমগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধারা নাসিরুল ইসলামের মনোনয়ন প্রত্যাখ্যান করলাম এই জন্য যে, উনি যে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনার মুক্তিযুদ্ধের সনদ নিয়ে আমাদের যথেষ্ট সন্ধিহান রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের দল। এই দলটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। আমরা নয় মাস যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি আর একজন বিতর্কিত মুক্তিযোদ্ধা এদেশের সংসদে এমপি হবেন তা আমরা মেনে নিতে পারিনা। তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন একজন বিতর্কিত মুক্তিযোদ্ধার স্থান মহান সংসদে হতে পারেনা। অচিরেই উনার মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি।