মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) ও অষ্টম শ্রেণীর পরীক্ষা বিদ্যমান পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আলোকে বিদ্যমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পদ্ধতি বাতিল করে অষ্টম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পদ্ধতি চালুর প্রস্তাব করেছিল মন্ত্রিসভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু মন্ত্রিসভা এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
সচিব জানান, মন্ত্রিসভা এই বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করে, অবকাঠামো সমস্যা, শিক্ষক সমস্যাসহ সকল সমস্যা ওয়ার্কআউট করে প্রস্তাব নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছে। এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ফলে প্রাথমিক ও অষ্টম শ্রেণীর পরীক্ষা যথাযথভাবে আগের নিয়মেই অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রি মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংক্রান্ত প্রস্তাবটি সোমবার মন্ত্রিসভায় দেওয়া হবে বলেও তিনি জানান।
কিন্তু মন্ত্রিসভা প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরে বিদ্যমান সমাপনী পরীক্ষা বাতিলের বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা। একটি সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী বলেছেন পরীক্ষা যেভাবে চলছে সেভাবেই চলবে। তিনি প্রশ্ন রেখে বলেন, অষ্টম শ্রেণীতে পরীক্ষা নেবেন বলেছেন কিন্তু দেশের হাওর অঞ্চলে যে অবকাঠামো নেই, শিক্ষক নেই এ সমস্যার সমাধান কে করবে?
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৭ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান