muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আইপিএলের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশি তিন ক্রিকেটার

আইপিএলের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশি তিন ক্রিকেটার

আগামী মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের নিলাম। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ভারতসহ বিশ্বের ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ভারতের ২১৪ জন আর বিদেশের ১১৯ জন মিলিয়ে মোট ৩৩৩ জন ক্রিকেটার।

এবারের আইপিএল খেলতে বাংলাদেশ থেকে নাম পাঠান ৬ জন ক্রিকেটার। তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। তাদের মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনজন আর বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদসহ তিনজন।

তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন।

জানা গেছে, বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

Tags: