কাতার বিশ্বকাপে নামার আগে লিওনেল মেসির অর্জনের খাতায় সবই ছিল কেবল বিশ্বকাপ ট্রফি ছাড়া।
গত বছরের ডিসেম্বরে সেই অধরা স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেন মেসি। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ আর মেসি জিতে নেয় প্রথম বিশ্বকাপ।
বিশ্বকাপ টুর্নামেন্ট জুড়ে গায়ে দেওয়া লিওনেল মেসির ছয়টি জার্সি নিলামে বিক্রি হয়েছে। নিলামে জার্সিগুলোর দাম উঠেছে ৭৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৮৫ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা।
বৃহস্পতিবার নিউইয়র্কের সোথবিস নিলামে মেসির জার্সিগুলো তোলা হয়। তিন দফায় দাম বেড়ে পরে ৭৮ লাখ মার্কিন ডলারে সেগুলোর বিক্রি চূড়ান্ত হয়।
মেসির ছয়টি জার্সির মধ্যে একটি জার্সি তিনি ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে গায়ে দিয়েছিলেন।