রাজশাহী স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে আসা ‘উত্তরা এক্সপ্রেস’ মেইল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে আগুন দেয়ার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, ট্রেনটি জামালগঞ্জ স্টেশন থেকে জয়পুরহাট স্টেশন অভিমুখে ছেড়ে গেলে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়। জয়পুরহাট স্টেশনে বগিতে আগুন জ্বলতে দেখা যায়। রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, আগুন লাগানো অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশনে আসে। আগুনে দু-একটি সিট পুড়ে গেছে। ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।
সম্প্রতি গাজীপুরের বনখড়িয়া ব্রিজের কাছে দুষ্কৃতিকারীরা অ্যাসিটিলিন পদ্ধতিতে গ্যাসকাটার দিয়ে লাইন কেটে ফেলে। এতে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন ৭টি বগিসহ নিচু জমিতে পড়ে যায়। এতে একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়।