কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিজয় র্যালি বের হয়ে মেডিকেল কলেজের শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএমএ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব ইকবাল। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বাচিপের সভাপতি ডা. দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্যের সাবেক বিভাগীয় পরচালক ডা. সুলতানা রাজিয়া, শসৈনইমেকহা’র সাবেক পরিচালক ডা. হাবিবুর রহমান বুলবুল, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জহিরুল হক।
এসময় কলেজ ও হাসপাতালের সকল ডাক্তার, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের ফাইনাল খেলার আয়োজন করা হয়।