muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, ৩ মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, ৩ মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় হাসাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। পদ্মার চর থেকে হাসাইল এলাকায় ফেরার পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটে।

টঙ্গীবাড়ি থানার ওসি রাজীব খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাল্কহেডটি আটক করা হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

Tags: