muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

রোববার (১৭ ডিসেম্বর) পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাংলাদেশিরা হলেন, মো. হায়দার আলীর ছেলে মো. সাজেদুর রহমান (২৭) ও মো. শরীয়তউল্লাহর ছেলে মো. খাজা মইনুদ্দীন (৩০)। নিহতদের বাড়ি দর্শনা থানার ছয়ঘড়িয়া বেকা রাস্তাপাড়া এলাকার বাসিন্দা।

ইউপি চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া জানান, শনিবার দিবাগত রাতের যেকোনো সময় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বারাদি গ্রাম সংলগ্ন ঌ ভারতের সীমান্তে অনুপ্রবেশ করলে ভারতের কৃষ্ণগঞ্জ থানাধীন গোবিন্দপুর বিএসএফের গুলিতে নিহত হন তারা। নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, দুজন বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। ভারতের কৃষ্ণনগর থানাধীন এলাকায় বিএফএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে জেনেছি। মরদেহ সেখানে আছে। ধারণা করা হচ্ছে তারা অবৈধভাবে গরু নিয়ে আনতে গিয়েছিল।

Tags: