জয়পুরহাটে দুই ট্রেনে আগুন দেয়ার ঘটনায় ৩ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জয়পুরহাট নিশিপাড়া মহল্লার অপু (২৪) ও তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের আব্দুল মমিন (২৬)।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ও ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে আগুনের ঘটনায় তাদের আটক করা হয়।
দুই আগুনের ঘটনায় আটক অপু, তাইজুল ও মমিন জড়িত দাবি করে মুক্তার হোসেন বলেন, তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।