অগণতান্ত্রিক আচরণের অভিযোগে আবারও নিষেধাজ্ঞা জারি করলো মার্কিন যুক্তরাষ্ট্র। এবার চার দেশের ১৪ ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হলো।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা এসব ব্যক্তিরা হলেন- নিকারাগুয়ার চারজন, গুয়েতেমালার চারজন, হন্ডুরাসের ও সালভাদরের তিনজন করে ছয়জন রয়েছেন। নিষেধাজ্ঞা আরোপের ফলে এসব ব্যক্তিরা স্বাভাবিকভাবে ভিসা ও যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বিবৃতিতে বলা হয়েছে, চার দেশর ১৪ ব্যক্তির ওপর নিশষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্নীতি ও অগণতান্ত্রিক আচরণের অভিযোগে সেকশন ৩৫৩ অনুসারে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফেডারেল রেজিস্ট্রারের প্রকাশিত তালিকায় যেসব ব্যক্তিকে অন্তর্ভুক্ত রয়েছে যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে অবজ্ঞা এবং গুরুত্বপূর্ণ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।
এসব ব্যক্তিরা গুয়েতেমালা, নিকারাগুয়া, হন্ডুরাস ও এল সালভাদরে এমন কর্মকাণ্ড করেছেন। ইউনাইটেড স্টেটস-নর্দার্ন ট্রায়াঙ্গেল এনহেঞ্চড এনগেজমেন্ট অ্যাক্টের ৩৫৩ নম্বর ধারা (সংশোধিত) অনুসারে তালিকায় থাকা ব্যক্তিরা মার্কিন ভিসা পাওয়া ও যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
আরও বলা হয়েছে, এই অঞ্চলে শক্তিশালী গণতান্ত্রিক শাসনের প্রচার করা মার্কিন প্রশাসনের মূল কারণ এবং যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। দুর্নীতি ও অন্যান্য কার্যক্রম যা মধ্য আমেরিকায় গণতন্ত্রকে দুর্বল করে, অস্থিরতার দিকে নিয়ে যায় এবং অনিয়মিত অভিবাসন চালায়।
বিবৃতিতে বলা হয়েছে, এল সালভাদর, হন্ডুরাস, গুয়াতেমালা ও নিকারাগুয়াতে আমরা আরও স্থিতিস্থাপক, ন্যায়সংগত এবং সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার জন্য গণতান্ত্রিক নিয়মের প্রচার, সংরক্ষণ ও পুনরুদ্ধার করার লক্ষ্যে কাজ করছি। আমরা দায়বদ্ধতা ও জবাবদিহির আওতায় আনার বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে এই কাজ করি।