muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রেললাইনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩

নারায়ণগঞ্জে রেললাইন লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টার সময় ৩ নাশকতাকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- জয়নাল, হাবিবুর রহমান ও হাসান। আটকদের বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে এসআই মোখলেসুর রহমান জানান, আমরা সকাল থেকে রেলওয়েজুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণে ঘটানোর চেষ্টা করছিল। আমরা তাদের হাতেনাতে আটক করেছি।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

Tags: