মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ জাতীয় সংসদে পাস হওয়া দুটি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের গণমাধ্যম শাখার উপ-পরিচালক মো. নূরুল হুদা স্বাক্ষরিত এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অর্থ বিল ছাড়া নির্দিষ্টকরণ বিল, ২০১৬-তে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি।
এর আগে রপ্তানি খাতের উৎসে কর হ্রাস, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান শুল্ক সুবিধার প্রসার, পোল্ট্রি খাতের পণ্যে রেয়াত সুবিধা, ই-কমার্স ও জীবনরক্ষাকারী ওষুধে শুল্ক প্রত্যাহারসহ বেশকিছু সুবিধা দিয়ে বুধবার জাতীয় সংসদে পাস হয় অর্থ বিল-২০১৬।
এতে তৈরি পোশাকসহ সব ধরনের পণ্যে রপ্তানিমূল্যের ওপর প্রস্তাবিত ১.৫ শতাংশ উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়ার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ই-কমার্সকে পুরোপুরি ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ৩০-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান