muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জাতীয় সংসদে পাস হওয়া দুটি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ  জাতীয় সংসদে পাস হওয়া দুটি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের গণমাধ্যম শাখার উপ-পরিচালক মো. নূরুল হুদা স্বাক্ষরিত এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, অর্থ বিল ছাড়া নির্দিষ্টকরণ বিল, ২০১৬-তে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি।

 

এর আগে রপ্তানি খাতের উৎসে কর হ্রাস, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান শুল্ক সুবিধার প্রসার, পোল্ট্রি খাতের পণ্যে রেয়াত সুবিধা, ই-কমার্স ও জীবনরক্ষাকারী ওষুধে শুল্ক প্রত্যাহারসহ বেশকিছু সুবিধা দিয়ে বুধবার জাতীয় সংসদে পাস হয় অর্থ বিল-২০১৬।

 

এতে তৈরি পোশাকসহ সব ধরনের পণ্যে রপ্তানিমূল্যের ওপর প্রস্তাবিত ১.৫ শতাংশ উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়ার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ই-কমার্সকে পুরোপুরি ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ৩০-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান

 

Tags: