ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পিছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ভৈরব ও নেত্রকোণা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে রেললাইন পার হচ্ছিল বালুবাহী ট্রাকটি। এ সময় একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিলে যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রেনটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।