খুলনার একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দিঘলিয়ার জামান জুট মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাত পৌনে ১০টার দিকে জামান জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ১১ টা ২০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
মিলের ম্যানেজার রিপন মোল্লা জানান, তিনি রাত ৯ টায় মিল থেকে বাড়ি ফেরার পর আগুন লাগার খবর জানতে পারেন। তবে এখন পর্যন্ত কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
Tags: