মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে কার কয়টি সিম নিবন্ধিত হয়েছে তা গ্রাহকদের জানাবে মোবাইল ফোন অপারেটররা। আগামী ৭ জুলাই থেকে তা জানা যাবে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে জালিয়াতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভুয়া সিম বন্ধ করতেই দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কারণেই জালিয়াত চক্র শনাক্ত করা এবং গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে।’ এ বিষয়ে গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারানা হালিম।
এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রমুখ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ৩০-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান