muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

আওয়ামী লীগের ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১১ বিষয়ে অগ্রাধিকার

আওয়ামী লীগের ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১১ বিষয়ে অগ্রাধিকার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর সোনারগাঁও হোটেলে বুধবার সকালে ইশতেহার ঘোষণা করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারে দলটির ইশতেহারে ১১টি বিষয়ের ওপর বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হয়েছে। তবে ফের ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য সবার ক্রয় ক্ষমতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে ইশতেহারে।

‘স্মার্ট বাংলাদেশ থিমে উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান স্লোগানে’ ইশতেহার ঘোষণা করছে দলটি। যে ১১ বিষয়ে ইশতেহারে অগ্রাধিকার দিচ্ছে আওয়ামী লীগ, সেগুলো হলো-

১. দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্য রাখার সর্বাত্মক প্রচেষ্টা।

২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান।

৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ।

৪. সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াযাতে বিনিয়োগ বৃদ্ধি।

৫. দৃশ্যমান অবকাঠামো বৃদ্ধি করে শিল্পের প্রসার।

৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি।

৭. নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সুলভ।

৮. সর্বজনীন পেনশনে সকলকে যুক্ত করা।

৯. আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত।

১০. সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধ।

১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।

এছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষদের মৌলিক অধিকার নিশ্চিতেও জোর দেবে আওয়ামী লীগ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিষয়গুলো ইশতেহারে স্থান পেয়েছে।

Tags: