muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

তামিমকে পেছনে ফেললেন লিটন

তামিমকে পেছনে ফেললেন লিটন

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। লিটন দাসের হার-না-মানা ৪২ রানের ইনিংসেই নেপিয়ারে ইতিহাস লিখল বাংলাদেশ। এই ইনিংস খেলার পথে লিটন পেছনে ফেললেন তামিম ইকবালকে। তামিমকে টপকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকদের তালিকায় লিটন এখন তিনে। আর তাতেই এক ধাপ নেমে গেল তামিমের অবস্থান।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ রানের লিস্টে তামিম ইকবালকে টপকে সেরা তিনে এখন লিটন দাস। ৭৩ ইনিংস খেলা লিটনের রান সংখ্যা এখন ১৭১২। এক ধাপ নিচে নামা তামিমের সংগ্রহে ৭৪ ইনিংসে ১৭০১ রান। তামিম ইকবাল অবশ্য বিশ্ব একাদশের হয়েও কয়েকটি টি-টোয়েন্টি খেলেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লিটন দাস একাই খেলেছেন দৃঢ় হাতে। ওপেনার লিটন শুরু থেকে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। লিটনের অপরাজিত ৪২ রানের ইনিংস সাজানো ২ চার ও ১ ছক্কায়, ৩৬ বলে। আর তাতে ৮ বল বাকি থাকতেই বাংলাদেশের ৫ উইকেটের জয়।

Tags: