ক্রিড়া ডেস্কঃ প্যারিস সেইন্ট জার্মেই ছাড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডেই যোগ দিচ্ছেন জালাতন ইব্রাহিমোভিচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতেই যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন সুইডিশ তারকা। এর ফলে ইন্টার মিলানের প্রাক্তন কোচ মরিনহোর সঙ্গে আবার মিলিত হচ্ছেন ইব্রাহিমোভিচ।
৩০ জুনের পর পিএসজির সঙ্গে চক্তি শেষ ইব্রাহিমোভিচের। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে ম্যানইউতে যোগ দিবেন তিনি। অবশেষে সেটাই সত্যি হতে চলছে। ম্যানইউর সঙ্গে চূড়ান্ত চুক্তির আগে শুক্রবার মেডিকেল পরীক্ষায় অংশ নিবেন বার্সেলোনার প্রাক্তন এই তারকা।
ম্যানইউতে যোগ দেওয়া প্রসেঙ্গ সামাজিক যোগযোগ মাধ্যমে ইব্রা জানান, ‘পৃথিবীকে জানানোর সময় এসেছে। আমার পরবর্তী গন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেড।’
গত মৌসুমে পঞ্চম স্থানে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের দৌড় শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে লড়াই করতে পারবে না রেড ডেভিলসরা। অ্যালেক্স ফার্গুসনের সেই সোনালী অধ্যায় আবারও ফিরিয়ে আনতে তারকা খেলোয়াড়দের নিয়ে নতুন একটি যুগ শুরু করার অপেক্ষায় রয়েছেন বিশ্বসেরা কোচ হোসে মরিনহো।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ৩০-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান