মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করে তিনি বলেন, মাঠের উন্নযনের স্বার্থেই মাঠের দুপাশের রাস্তা সম্প্রসারণ ও উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।
ঈদগাহ মাঠ সংলগ্ন ব্রীজ ও পাশের গরুর হাটটি সরিয়ে মাঠের উন্নয়ন কাজে দৃশ্যমান সৌন্দর্য বৃদ্ধি করা হবে। তাছাড়া কিশোরগঞ্জ জেলাবাসীকে ঈদের নামাযের সময় অন্যান্য জেলা থেকে আগত মেহমানদের জামাতে নামাযে সুযোগ করে দেয়া ও ব্যক্তিগত পর্যায়ে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার আহ্বান করেন।
পরে তিনি বলেন- বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশে মুসলিম জাতিকে ঈদগাহ মাঠে নামাযের জন্য দাওয়াত দেন। তিনি আরো বলেন- মিডিয়ার মাধ্যমে কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ সারা পৃথিবীতে আলোকিত হয়েছে এবারও মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমান ও প্রবাসী বাংলাদেশী মুসলিম ভাইয়ের একসাথে মোনাজাতে শরিক হবেন বলে আশা করা যায়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০৭-২০১৬ইং/ অর্থ