muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই, সতর্ক পুলিশ : আইজিপি

নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই, সতর্ক পুলিশ : আইজিপি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা নেই উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।

সোমবার (১ জানুয়ারি) রংপুরে পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নির্বাচন নিয়ে এই মুহূর্তে দেশে স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে। কোনো নাশকতার আশঙ্কা নেই, তারপরও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যেকোনো ধরনের নাশকতা এবং নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা সক্ষমতা পুলিশের আছে।

তিনি বলেন, যদি কেউ ভোট বানচাল করার চেষ্টা করে তাহলে পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং মানুষকে শান্তিতে রাখার জন্য যা যা করার দরকার তা করবে। আমাদের প্রশিক্ষণ আছে, ইকুয়েপমেন্ট আছে, লজিস্টিক আছে। জনবল এবং নির্বাচনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে।

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

Tags: