বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে উত্তেজনার মধ্যে ইরানের আলবোর্জ যুদ্ধজাহাজ কৌশলগত বাব এল মান্দেব প্রণালি দিয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। বার্তা সংস্থা তাসনিম সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই মোতায়েনের জন্য সুনির্দিষ্ট কারণ না জানালেও তারা উল্লেখ করেছে, ইরানের সামরিক জাহাজগুলো ২০০৯ সাল থেকে ওই এলাকায় কাজ করছে।
তাসনিম বলেছে, আলবোর্জ যুদ্ধজাহাজটি লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে ভারত মহাসাগরের এডেন উপসাগরের সঙ্গে সংযোগকারী বাব এল মান্দেব পেরিয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। ইরানের নৌবহর ২০০৯ সাল থেকে জাহাজ চলাচলের লেন সুরক্ষিত, জলদস্যুদের প্রতিহতসহ অন্যান্য উদ্দেশ্যে এই এলাকায় কাজ করছে।
বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ডিসেম্বরের শুরুতে লোহিত সাগরের জন্য একটি বহুজাতিক নৌ টাস্কফোর্স গঠন করে। হাময়ালার কারণে শিপিং কম্পানিগুলো এই অঞ্চলের মধ্য দিয়ে যাত্রাপথ স্থগিত করে। হুতিরা বলেছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে তারা হামলাগুলো করছে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং অনুসারে, বৈশ্বিক বাণিজ্যের ১২ শতাংশ লোহিত সাগরের মধ্য দিয়ে যায়, যা সুয়েজ খালের মধ্য দিয়ে আফ্রিকার একটি শর্টকাট।
এদিকে রোববার হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে একটি পণ্যবাহী জাহাজে চড়ার চেষ্টা করলে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার গুলি করে। এতে গোষ্ঠীটি ১০ জন যোদ্ধা নিহত বা নিখোঁজ হওয়ার খবর দিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে।