muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ সফরে আসতে রাজি নন

BCB india-logo
বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সফর চূড়ান্ত। জুনের ১০ তারিখ মাঠে গড়াচ্ছে লড়াই। তবে ভারত বাংলাদেশে আসলেও ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার হয়তো বাংলাদেশে আসছেন না।

তারা নিজেরাই বাংলাদেশে আসতে চান না। এ জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আপত্বি জানিয়েছেন তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নানা কারণও দেখিয়েছেন এক ভারতীয় ক্রিকেটার।

আইপিএল পর্ব শেষ বিরাট কোহলি বাংলাদেশে আসতে রাজি নন। তিনি দেশটির ক্রিকেট বোর্ডের কাছে বিশ্রামের আবদার করেন। কোহলি সেই অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে একটানা খেলে যাচ্ছেন।

তিনি খানিকটা বিশ্রাম চেয়ে আবেদন করেছেন। রবিন উথাপ্পা, মনিষ পান্ডে, কাদের জাদবরা সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। তবে তারাও বাংলাদেশ সফরে আসতে রাজি নন।

বাংলাদেশের বিরুদ্ধে জুনের প্রথম সফরে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার জন্য ঢাকায় আসবে ভারত। ২০ মে ভারতের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। আর স্কোয়াড ঘোষণার আগেই নিজেদের আর্জি জানান এসব ক্রিকেটারা।

Tags: