muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

শোলাকিয়া ঈদগাহ মাঠ চারস্তরের নিরাপত্তার বলয়ে বেষ্ঠিত থাকবে : পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
আজ ১ জুলাই শুক্রবার জুমার নামাযের পর জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান সরজমিনে মাঠ পরিদর্শন করে তিনি বলেন- এবারও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে নিরাপত্তার জন্য চার স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে শোলাকিয়া ঈদগাহ মাঠ। মাঠে প্রায় লক্ষাধিক মুসুল্লি আসাযাওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইন্শাল্লাহ। ১জন দুস্কৃতিকারীও মাঠের শান্তিপূর্ণ অবস্থার ভঙ্গ করতে পারবে না।
শুক্রবার জুমার নামাযের পর শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনের সময় জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বলেন মাঠ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। মাঠের চতুপাশে সিসি ক্যামেরা ও দূরের জিনিস পর্যবেক্ষনের জন্য ওয়াচ টাওয়ার তৈরি করা হবে। এসময় বিভিন্ন জেলা থেকে আগত মুসুল্লীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন- নির্বিঘেœ ঈদের জামাত আদায় করতে পারবেন বলে আশরা করা হয়।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, এসএম ম্স্তুাইন হোসাইন, সদর  অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন ও চৌকষ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০৭-২০১৬ইং/ অর্থ

Tags: