মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
আজ ১ জুলাই শুক্রবার জুমার নামাযের পর জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস সরজমিনে মাঠ পরিদর্শন করে তিনি বলেন- এবারও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ।
মাঠে প্রায় ৫ লক্ষ মুসুল্লি আশপাশে রাস্তা ও শুস্ক জমিতে ঈদের জামাত আদায় করবেন বলে আশা করা হচ্ছে যদি আকাশের অবস্থা ভালো থাকে।
জুমার নামাযের পর শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনের সময় জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস বলেন মাঠ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। মাঠকে পরিষ্কার-পরিচ্ছন্ন, নদী ও পুকুর পাড়ে ওজুর জায়গা তৈরি, সুপ্রিয় পানি পান করার ব্যবস্থা এবং নদী পারাপারের জন্য সাঁকো ও রাস্তা তৈরি করা হয়েছে। তাছাড়া ময়মনসিংহ ও ঢাকা থেকে কিশোরগঞ্জের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যা নামাযের ১ ঘণ্টার পূর্বে কিশোরগঞ্জে এসে পৌঁছবে।
অন্য জেলার মুসুল্লিদের জন্য ও বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। মাঠের পাশেই অপ্রয়োজনীয় গাছ এবং দুর্গন্ধযুক্ত দ্রব্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পবিত্র ১৮৯তম ঈদের জামাত আদায় হবে ১ শাওয়ালের চাঁদ দেখার পর। লক্ষাধিক মানুষের সাথে ঈদের জামাতের নামায আদায় করতে পারব বলে নিজেকে গর্বিত বোধ করছি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোঃ আক্তার জামিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ, এনডিসি মুমিনা আক্তার উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০৭-২০১৬ইং/ অর্থ