muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে নামল সুইডেনের তাপমাত্রা

মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে নামল সুইডেনের তাপমাত্রা

গত ২৫ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সুইডেনে। দেশটির তাপমাত্রা মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যা ১৮৮৮ সাল তাপমাত্রার রেকর্ড রাখা শুরু পর এই কেন্দ্রে এটিই সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড।

স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) রাতে এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। খবর বার্তাসংস্থা এএফপি’র।

সুইডেনের জাতীয় আবহাওয়া সংস্থা এসএমএইচআইয়ের প্রধান ম্যাথিয়াস লিন্ড বলেছেন, ১৯৯৯ সালের পর সুইডেনে জানুয়ারিতে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।

সুইডেনে গত কয়েকদিনে তাপমাত্রা এতই কমেছে যে, সেখানে অনেক জায়গায় বাস পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া উমেরা শহরে গত কয়েকদিন ধরে ট্রেনের যাত্রাও বাতিল করা হচ্ছে।

প্রসঙ্গত, ২৫ বছর আগে দেশটির তাপমাত্রা মাইনাস ৪৯ ডিগ্রিতে নেমেছিল। ১৯৫২ সালেও এই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

Tags: