মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ অগ্রণী ব্যাংকের ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন শুনানি নিয়ে শুক্রবার মহানগর হাকিম নুর নবী এ আদেশ দেন।
তার সঙ্গে গ্রেপ্তার অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহকেও তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী কবির হোসাইন। আর হেফাজতে নেওয়ার আবেদন বাতিল চান ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার ও ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান।
আসামি পক্ষ মিজানুরের চিকিৎসার আবেদন করলে আদালত কারাবিধি অনুসারে ব্যবস্থা নিতে বলেন।
অগ্রণী ব্যাংকের ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণে অনিয়ম পাওয়ায় বৃহস্পতিবার সকালে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল হামিদকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক। দুপুরে ডিএমডি মিজানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন।
এই অনিয়মের মধ্যে মুন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে দেওয়া প্রায় ৩০০ কোটি টাকা ঋণ রয়েছে, যা আত্মসাতের অভিযোগে মতিঝিল থানায় একটি মামলা করে দুদক।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১-০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান