muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বিএনপি নেতা নবী উল্লাহ নবীসহ গ্রেপ্তার ৫

বিএনপি নেতা নবী উল্লাহ নবীসহ গ্রেপ্তার ৫

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি জানায়, ওই অভিযোগে তিনিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

তবে ডিএমপি বলেছে, তাদের গ্রেপ্তারের বিষয়ে আজ শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ এর আগে রাজধানীর যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি ছিলেন।

Tags: