muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

প্রধানমন্ত্রীকে ডিবির হারুনের ফুলেল শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে ডিবির হারুনের ফুলেল শুভেচ্ছা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর–রশীদ।

সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ডিবিপ্রধান। পরে সেই ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন তিনি।

আওয়ামী লীগ টানা চতুর্থবার নির্বাচিত হওয়ায় এ অভিনন্দন জানিয়ে ডিবিপ্রধান ক্যাপশনে লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্যার ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানাই।

এর আগে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে ভারত, রাশিয়া ও চীনসহ ১১ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার শুভেচ্ছা জানান। নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন জানান তারা।

Tags: