দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ উপলক্ষে সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
অনুষ্ঠানের শুরুতেই শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতারা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকা, নেপাল, পাকিস্তান ও ব্রাজিলের রাষ্ট্রদূত এবং মরক্কোর রাষ্ট্রদূত ও ডিন অব দ্য ডিপ্লোমেটিক কোর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গণভবনে এই সাক্ষাৎ হয়।