muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

যুব ও ক্রীড়ামন্ত্রী হলেন নাজমুল হাসান পাপন

যুব ও ক্রীড়ামন্ত্রী হলেন নাজমুল হাসান পাপন

শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেন তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ঘণ্টাখানেক পর জানা যায়, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রলয়ের দায়িত্ব বণ্টনের আগে এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমি সবসময় প্রাইভেট সেক্টরে ছিলাম। এখন এটা পুরোপুরি ভিন্ন। পাবলিক সেক্টরে আমার ইন্টারঅ্যাকশন একদম মিনিমাম। সেজন্য দায়িত্বটা আগে বুঝতে হবে। কাজটা কী, কাজটা বোঝার চেষ্টা করব প্রথমে। কোনো বিষয় নিয়ে বিস্তারিত হোমওয়ার্ক ছাড়া এখনই মন্তব্য করাটা কঠিন। তবে চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা দায়িত্ব দিয়েছেন, টেষ্টা করব সেরাটা দিতে।’

Tags: