muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা

আবারও নতুন করে নিয়োগ পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আগের পাঁচ উপদেষ্টা। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, আগে নিয়োগ দেয়া ৫ উপদেষ্টাকে আবার উপদেষ্টা করে আদেশ হবে আজই। এর সঙ্গে নতুন করে যুক্ত হবেন কামাল নাসের চৌধুরী।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এতোদিন দায়িত্ব পালন করছিলেন ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক), সালমান এফ রহমান (বেসরকারি শিল্প ও বিনিয়োগ), ও সজীব ওয়াজেদ জয় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)।

প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করেন। তবে নতুন মেয়াদে তাদের দপ্তর এখনও বন্টন করা হয়নি।

Tags: