muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সাইকেল চালিয়ে হজে যাচ্ছেন আইয়ুব আলী

সাইকেল চালিয়ে হজে যাচ্ছেন আইয়ুব আলী

পবিত্র হজ পালনের উদ্দেশে বাইসাইকেল চালিয়ে সৌদি আরবের পথে রওনা হয়েছেন গাইবান্ধার আইয়ুব আলী (৬৫)। প্লেন ভাড়া দেয়ার সামর্থ্য না থাকায় সাইকেল চালিয়েই হজ করার দুর্গম এ পথ বেছে নিয়েছেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়ার বাড়ি থেকে পবিত্র মক্কা নগরের উদ্দেশে রওনা দেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন আইয়ুব আলী।

আইয়ুব আলীর রয়েছেন স্ত্রী, তিন কন্যা ও চার ছেলে। যাত্রাপথের জন্য টাকা, খাবারসহ দরকারি জিনিসপত্র তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন।

আইয়ুব আলী জানান, হজ পালন করা তার স্বপ্ন। টাকা পয়সা না থাকায় প্লেনে হজে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই স্বপ্ন পূরণে সাইকেল নিয়েই এ যাত্রার শুরু। ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে মক্কায় পৌঁছাতে সময় লাগবে মোট ছয় মাস।

এতে প্রতিদিন অন্তত ৬০ থেকে ৮০ কিলোমিটার পথ সাইকেল চালাতে হবে তাকে। আর রাত্রিযাপন করবেন মসজিদে। সাইকেল চালিয়ে হজ করার জন্য প্রয়োজনীয় অফিস আদেশ ও ভিসা-পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে মক্কার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

Tags: