muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

নিকলী ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

নিকলী ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দুপুর পৌনে একটায় নিকলী প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ সকাল ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি রেকর্ড করা হয় জেলার নিকলীতে।

তিনি আরও জানান, ২০১৪ সাল থেকে নিকলীতে পর্যবেক্ষণাগারের কাজ শুরু হয়েছে। কিন্তু এ বছরের গত দুদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে। এর আগে কখনও এমন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়নি।

আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে জানা যায়, কিশোরগঞ্জের নিকলী ছাড়াও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, শুক্রবারের তুলনায় আগামিকাল শনিবার শীত সামান্য বাড়বে। আজ (শুক্রবার) কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, পাবনা ও দিনাজপুরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ মাসজুড়েই শীত থাকবে। শীতের অনুভূতি কমবে না।

Tags: