muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

রোনালদোকে নিয়ে ‘অদ্ভুত’ প্রশ্নে অবাক রোনালদো

রোনালদোকে নিয়ে ‘অদ্ভুত’ প্রশ্নে অবাক রোনালদো

ক্যারিয়ারে দুটি বিশ্বকাপ উঁচিয়ে ধরা ব্রাজিল ফুটবলের জীবন্ত কিংবদন্তি রোনালদো নাজারিও।জাতীয় দল থেকে অবসর নিলেও নিজেকে ফুটবলের সঙ্গে জড়িয়ে রেখেছেন তিনি। অন্যদিকে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে বিশ্বকাপ ছুঁয়ে দেখতে না পারলেও ব্যক্তিগত অর্জনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সিআর সেভেন।

এদিকে ড্যারেন জেসন ওয়াটকিনস জুনিয়র অন্যতম জনপ্রিয় ইউটিউবার। সামাজিকমাধ্যমে তিনি পরিচিত আইশোস্পিড নামে। আইশোস্পিড পরশু দেখা করেছেন রোনালদো নাজারিওর সঙ্গে।

সম্প্রতি ব্রাজিল কিংবদন্তি রোনালদোর সঙ্গে আড্ডা গল্পে মেতে ওঠেন আইশোস্পিড। এরপর সেই আড্ডার ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন তিনি। সেখানে এক পর্যায়ে এসেছে পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গ।

দুই রোনালদোর নামের প্রসঙ্গে রোনালদো নাজারিওর সঙ্গে মজা করেন আইশোস্পিড। একপর্যায়ে আইশোস্পিড প্রশ্ন করেন, ‘আপনারও তো একই নাম রোনালদো। আপনি কি রোনালদোর বাবা?’

প্রশ্ন শুনে অবাক রোনালদো বলেন, ‘তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি রোনালদো, প্রথম রোনালদো।’

তবু একই প্রশ্ন আবারো ঘুরিয়ে ফিরিয়ে করেন আইশোস্পিড, ‘অবশ্যই। আপনি প্রথম রোনালদো। তার মানে আপনিই তো রোনালদোর বাবা?’

Tags: