muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নান্দাইলে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে এএসআই নিহত

নান্দাইলে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে এএসআই নিহত

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নান্দাইল মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নুর আহমেদ (৪৫) নিহত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে কানুরামপুর ত্রিশাল সড়কের মোয়াজ্জেম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর আহমেদ নেত্রকোণা জেলার মদন উপজেলার পুলিহাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে ছিলেন। তিনি প্রায় তিন বছর যাবৎ নান্দাই থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, এএসআই নুর আহমেদ থানা থেকে মোটরসাইকেল যোগে তাঁর বিট এলাকা চর বেতাগৈর যাচ্ছিলেন। পথিমধ্যে কানুরামপুর ত্রিশাল সড়কের মোয়াজ্জেম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এএসআই নুর আহমেদ মারা যান। মাইক্রোবাসটি উল্টে রাস্তার পাশে ক্ষেতে পড়ে যায়।

ওসি মো. আব্দুল মজিদ আরও বলেন, ঘটনার পরেই চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Tags: